
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উল্টে পড়ল যাত্রীবাহী বাস। রংপোয় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রংপোর অটল ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহত যাত্রীদের উদ্ধার করতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। রাস্তা থেকে প্রায় ২০০ ফিট নীচে, তিস্তার ধারে গড়িয়ে পড়ে বাসটি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালিম্পং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে সঙ্কটজনক অবস্থায় যাঁরা রয়েছেন, তাঁদের তড়িঘড়ি শিলিগুড়িতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে।
এলাকায় ইতিমধ্যে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা পৌঁছেছেন। উল্টে পড়া বাস থেকে বাকি যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চলছে। সিকিম পুলিশের তরফ থেকে খোলা হচ্ছে হেল্পলাইন নম্বর। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, 'ইতিমধ্যেই ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই বাস দুর্ঘটনায় কয়েক জনের মৃত্যর খবর উঠে আসছে। প্রায় ২০ জনের উপর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপো হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। তবে অনেক আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।'
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ছ'জনের পর পাঁচজন হলেন, ইকবাল হাসান(কলকাতা), গোপাল জে প্রসাদ(গ্যাংটক), অজয় তামাং(জলঢাকা), জুলু কুমারী(সিকিম), ইন্দ্রজিৎ সিং(শিলিগুড়ি)।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও